ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের প্রাক্কালে এক সংবর্ধনার আয়োজন করে ঢাকায় চীনের দূতাবাস।
প্রতিনিধি দলের নয়জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। এর আগে চলতি বছরের শুরুতে বিএনপির আরও দু'টি প্রতিনিধি দল চীন সফর করে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com