ঢাকা      বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
শিরোনাম

টেক্সাসে একটি কাউন্টিতেই নিখোঁজ অন্তত ১৬১

IMG
09 July 2025, 4:09 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যার চারদিন পার হলেও এখনো একটি কাউন্টিতেই অন্তত ১৬১ জন নিখোঁজ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, তাদের জীবিত পাওয়ার আশা ফিকে হয়ে আসছে।

আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত কের কাউন্টির এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ক্যাম্প মিস্টিক ৫ ক্যাম্পার (যারা ক্যাম্পে অবস্থান করছিলেন) ও একজন কাউন্সেলর আছেন। এই ক্যাম্পটি মেয়েদের একটি ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প। এটি গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত।

বন্যায় এখন পর্যন্ত ১০৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯৪ জনই কেরভিল এলাকার বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভর্নর। তবে শুধু টেক্সাসই নয়, বরং নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

টেক্সাসে এখনো ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। কেরভিলেতে তল্লাশি কার্যক্রমে বিভিন্ন সংস্থার অন্তত আড়াইশ কর্মী কাজ করছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন