ঢাকা      বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
শিরোনাম

গুজরাটে ভেঙে পড়লো সেতু, নিহত ৯

IMG
09 July 2025, 4:19 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারী বৃষ্টির মাঝেই ভারতের গুজরাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুর একাংশ। অফিস টাইমে নদীতে তলিয়ে গেল পরপর একাধিক গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৯ জনের। আহত আরও একাধিক। দুর্ঘটনায় তোলপাড় গোটা রাজ্য।

আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। পুলিশ জানিয়েছে, অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি ও ট্রাক চলাচল করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। সকলেই ছুটে এসে দেখেন, গম্ভীরা-মুজপুর সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়ছে। মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটি গাড়ি। দু'টি ট্রাক, একটি পিক আপ ভ্যান এবং একটি গাড়ি সেতু থেকে সোজা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকল বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভদোদরা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় উদ্ধার কাজ। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৬ জন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন,গম্ভীরা সেতু দিয়ে আনন্দ থেকে ভদোদরায় যাতায়াত আরও সহজ হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই এটির বেহাল দশা। দীর্ঘ যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা। এমনকি এই সেতু থেকে একাধিকবার আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কী কারণে সেতুটি ভেঙে পড়লো তা ঘিরে তদন্ত শুরু হয়েছে। সেতুটি রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন