ঢাকা      শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
শিরোনাম

কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

IMG
10 July 2025, 2:18 AM

শাকিল মোল্লা, কুমিল্লা: ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

তবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি যথাযথভাবে অনুসরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন