ঢাকা      শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পাসের হারে শীর্ষে রাজশাহী, সর্বনিম্ন বরিশালে

IMG
10 July 2025, 3:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার বরিশালে বোর্ডে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, বরিশালে ৫৬ দশমিক ৩৮, চট্টগ্রামে ৭২ দশমিক ০৭, কুমিল্লায় ৬৩ দশমিক ৬, দিনাজপুরে ৬৭, যশোরে ৭৩ দশমিক ৬৯, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৩, সিলেটে ৬৮ দশমিক ৫৭, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ ও কারিগরিতে ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন