ঢাকা      শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

IMG
11 July 2025, 11:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি। আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া।

ঢাকা মহানগরী উত্তরের সকল জনশক্তিকে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় সমাবেশ হলো টার্নিং পয়েন্ট। সমাবেশের সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আজ দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ১০ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু আল্লাহর নিয়ম-বিধিতে চলবে, এটাই চিরন্তন বাস্তবতা। আমরা শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি। মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না।'

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন