ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই। আমরা কঠোর ব্যবস্থা নেবো। এ কে এম শহিদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দু'জনকে র্যাব ও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র্যাব। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা যাবে। ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আসন্ন নির্বাচনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র্যাব কাজ করছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com