স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পিএসজিকে লজ্জায় ডুবিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। দুর্দান্ত খেলে ফাইনালে ওঠা প্যারিস সেন্ট জার্মেইকে ৩-০ গোলে হারায় ব্লু'রা। দু'টি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন কোল পালমার। চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার হিসেবে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে চেলসি।
২২ মিনিটে চেলসিকে লিড পাইয়ে দেন ফরোয়ার্ড কোল পালমার। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর প্রথম সফল হন পালমার। তার দ্বিতীয় গোল পেতেও খুব একটা সময় লাগেনি। আট মিনিট পর প্রথম গোলের কার্বন কপি একই রকম৷ ২-০ গোলে এগিয়ে যায় উয়েফা কনফারেন্স লিগ জয়ী চেলসি।
দুই গোল হজম করে খানিকটা ছন্নছাড়া পিএসজি। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করেন জোয়াও পেড্রো। ৩-০ গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। বিরতির খানিক আগে পিএসজির জোয়াও নেভেসের দারুণ হেড ঠেকিয়ে দেন চেলসির গোলকিপার সানচেজ। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতি থেকে ফিরে বেশ কিছু আক্রমণ করে পিএসজি। ৫৭ মিনিটে ওসমান ডেম্বেলে ও পরের মিনিটে ভিতিনহার গোলে নেয়া দু'টি নিশ্চিত শট ঠেকিয়ে দেন চেলসির গোলকিপার রবার্তো সানচেজ। ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া হয় পিএসজির।
পেড্রোর পরিবর্তে মাঠে নামেন ডেলপ। নেমেই গোলবারে শট নিলেও তা ঠেকিয়ে দেন জিয়ানলুইজি ডোনারুম্মা। ৮০ মিনিটের সময় আবারও সুযোগ পান ডেলপ, ঠেকিয়ে দেন ডোনারুম্মা।
৮৫ মিনিটে চেলসির ডিফেন্ডার মার্ক কুক্কুরেয়ার চুল টেনে ধরেন জোয়াও নেভেস। রেফারি ভিএআর দেখে লাল কার্ড দেন নেভেসকে। ৮৯ মিনিটে গঞ্জালো রামোস আরেকটি সুযোগ পেলেও গোল দিতে পারেননি।
ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। গ্যালারিতে বসে দু'জন ম্যাচ উপভোগ করেছেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com