ঢাকা      মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
শিরোনাম

আলকারাজকে হারিয়ে উইম্বলডন জিতলেন ইয়ানিক সিনার

IMG
14 July 2025, 6:42 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টানা তিনবার উইম্বলডন জয়ের সুযোগ ছিল কার্লোস আলকারাজের সামনে। তবে শেষ ধাপে গিয়ে আর পারেননি স্প্যানিশ তারকা। আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডন জিতে ইয়ানিক সিনার।

এই জয়ে বুঝিয়ে দিলেন, কেন তিনি বিশ্বের এক নম্বর এবং আলকারাজকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন। ইতালির খেলোয়াড় জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। ছ’বার উঠে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন আলকারাজ। ঘাসের কোর্টে এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। তিন ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে ফরাসি ওপেনের বদলাও নিলেন বিশ্বের এক নম্বর তারকা।

ফরাসি ওপেনের ফাইনালেও সার্ভিস করতে গিয়ে এক সময় ৪০-০ এগিয়েছিলেন সিনার। সেখান থেকে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ট্রফি নিয়ে গিয়েছিলেন আলকারাজ। কিন্তু উইম্বলডনে তার পুনরাবৃত্তি হলো না। এবারও ৪০-০ এগিয়ে থেকে একটি পয়েন্ট খুইয়েছিলেন আলকারাজের কাছে।

কিন্তু এমন একটা ‘এস’ সার্ভিস মারলেন যার কোনও জবাব ছিল না আলকারাজের কাছে। দু’হাত দু’পাশে ছড়িয়ে কিছুক্ষণ দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সিনার। এর পর হাঁটু মুড়ে র‌্যাকেটে মাথা ভর দিয়ে কোর্টেই কিছুক্ষণ বসে থাকেন। দু’বার হাতের তালু দিয়ে কোর্টের ঘাস চাপড়েই চলে যান গ্যালারিতে কোচদের কাছে।

২০০৬-২০০৮, টানা তিন বছর ফরাসি ওপেন এবং উইম্বলডন ফাইনাল খেলেছিলেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। এর মধ্যে ২০০৮-এর উইম্বলডন ফাইনালকে শতাব্দীর সেরা টেনিস ম্যাচ হিসাবে ধরা হয়। সুরকির কোর্টের রাজা নাদাল হারিয়ে দিয়েছিলেন ঘাসের কোর্টের রাজা ফেডেরারকে।

আলকারাজ নিজেও এখনকার সুরকির কোর্টের রাজা। তবে সিনার ঘাসের কোর্ট নন, বরং স্বচ্ছন্দ হার্ডকোর্টে খেলতে। তাঁর দু’টি গ্র্যান্ড স্ল্যামের দু’টিই হার্ডকোর্টে। ফরাসি ওপেনের ফাইনালে উঠে হেরেছেন। তবে উইম্বলডনে সেই ভুল করলেন না। ভবিষ্যতে ফেদেরার বা জোকোভিচের জায়গা নেবেন কি না, তা সময় বলবে।

তবে রোববার সিনারের আগ্রাসন এবং কৌশলী টেনিস বুঝিয়ে দিলো, আলকারাজ হয়তো আর উইম্বলডনে একচ্ছত্র দাপট দেখাতে পারবেন না। উইম্বলডনে আলকারাজের টানা ২৪টি ম্যাচ জেতার দৌড়ও এ দিন থেমে গেল।

ফরাসি ওপেনের ফাইনাল দেখেছিল দুই খেলোয়াড়ের হার-না-মানা লড়াই। পাঁচ ঘণ্টা ২৯ মিনিটের সেই ম্যাচে পাঁচ সেটের লড়াই হয়েছিল। দুই খেলোয়াড়ের নাছোড়বান্দা মনোভাব ধরা পড়েছিল প্রতি ম্যাচেই। উইম্বলডনও তার ব্যতিক্রম নয়। তবে এবার সিনার নেমেছিলেন নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে।

গোটা ম্যাচেই তাঁর আগ্রাসন এবং নিখুঁত টেনিস দেখা গিয়েছে। তাঁর গ্রাউন্ডস্ট্রোকের কোনও জবাব দিতে পারেননি আলকারাজ। ইতালির প্রথম খেলোয়াড় হিসাবে উইম্বলডন জিতলেন সিনার। আগেই অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জিতেছেন। এবার উইম্বলডনও জিতলেন সিনার। অর্থাৎ ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ (যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন) পূরণ করতে বাকি শুধু ফরাসি ওপেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন