ঢাকা      সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
শিরোনাম

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নারীর মৃত্যু

IMG
14 July 2025, 12:21 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী মারা গেছেন। আজ সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো বলেন, এক‌টি ট্রান্সফরমার বিস্ফোরণ হ‌লে সেখা‌নকার তারে জ‌ড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার জানান, বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন ম্রো নারী মারা গেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন