ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ সত্ত্বেও এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে চীনের অর্থনীতি। গতকাল মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে। প্রথম কোয়ার্টার পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধি থেকে যদিও সামান্য কম, এবারের বৃদ্ধির হার। তবে সরকারের পাঁচ শতাংশ হারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে সেদেশের অর্থনীতি।
পিন পয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ শিয়ে ঝাং বলেন, "দ্রুত হারে রপ্তানি শুরু করার কারণেই চীন পাঁচ শতাংশ হারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে।" যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ সাময়িক স্থগিত থাকার মধ্যে নতুন করে শুল্ক বাড়ার আগেই রপ্তানিতে মন দিয়েছিলেন ব্যবসায়ীরা। এছাড়াও রাষ্ট্রের থেকে সাহায্য পেয়েছেন তারা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com