স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাকি তিনটি ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে পারলে বাংলাদেশই হবে এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়ন। মাঠে যেভাবে তারা দাপট দেখাচ্ছে, তাতে লাল-সবুজের সমর্থকরা এখন থেকেই শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দেওয়া জয় শুধু পয়েন্ট টেবিলের দিক থেকেই নয়, মানসিক দৃঢ়তা ও ঐক্যবদ্ধ পারফরম্যান্সের দিক থেকেও বাংলাদেশ দলের জন্য ছিল একটি বড় সাফল্য।
বৃষ্টিতে মাঠ পরিবর্তন, সময়ের দীর্ঘসূত্রতা—সবকিছুকে জয় করে ফুটবলে বাংলাদেশের নারী শক্তির নতুন পরিচয় দিয়েছে ওই ম্যাচ। আগামীকাল আবারও ভুটানকে হারাতে প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com