স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তাঁর ক্যারিয়ার সেরা।
আর ব্যাট হাতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ক্যারিয়ার সেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২১ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com