ঢাকা      শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

এনসিপির পথসভায় ‘ভাবি, ভাবি’ স্লোগান

IMG
18 July 2025, 11:47 AM

রাজবাড়ী, বাংলাদেশ গ্লোবাল: ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজবাড়ীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেল গেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এই পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা। তিনি খালেদ সাইফুল্লাহর সহধর্মিণী। তাঁদের বাড়ি রাজবাড়ীতে।

পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত নেতা-কর্মীরা সাড়া দেন। তখন সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি - জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখর হয়ে ওঠে।

তাসনীম জারা বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা-যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’ রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন