ঢাকা      শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

গণ-অভ্যুত্থানে শহীদদের নিয়ে কয়েকটি দল রাজনীতি করছে: মির্জা আব্বাস

IMG
19 July 2025, 1:54 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নিয়ে কয়েকটি দল রাজনীতি করছে এবং তাঁদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও আনেন। তিনি বলেন, ‘দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁখে।’

শুক্রবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দলীয় কর্মসূচিতে মির্জা আব্বাস এ মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলের এই কর্মসূচি ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। মিছিলপূর্ব সমাবেশে মির্জা আব্বাস বক্তৃতা করেন। পরে নয়া পল্টন থেকে মৌন মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আমার মনে হচ্ছে, আমার যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তাঁরা যদি আজ কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তাঁরা যদি বুঝতে পারেন যে তাঁদের শাহাদাত নিয়ে, তাঁদের লাশ নিয়ে, তাঁদের আত্মীয়স্বজনকে নিয়ে যেভাবে আজ ব্যবসা-বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে; তাহলে তাঁরা কোনো অবস্থাতেই মার্জনা করতেন না।’ তিনি বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে, ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাঁদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে।

মির্জা আব্বাস বলেন, ‘আজ তাঁদের (শহীদদের) বিক্রি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে আর কিছু দল আছে, তারা বেচাকেনা করছে। এই একজন পীর সাহেব, নামটা বলতে চাই না। যিনি বলেছিলেন, জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে, সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলেছিল কথাটা? উনি আজকে জামায়াতের কোলে উঠে বসেছেন।’ তিনি বলেন, জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে। একসময় আওয়ামী লীগের দালালি করেছে।

অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। এই আচরণ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁখে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিন। দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো, দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন।’

বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন অভিযোগ করে সমালোচকদের মুখে লাগাম দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দলটি ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য। ভোটের অধিকারের জন্য আর আজ বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন, বিএনপি যদি না থাকে, তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতাও জীবিত থাকতে কখনোই আপনাদের এই খায়েস পূরণ হবে না।’ মৌন মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন