ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ তৈরি হয়, এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না।’ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ‘জুলাইয়ের শিক্ষা: নীরবতা মানে গোলামি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউসুফ আহমাদ। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান।
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম বলেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়। কারণ, এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা বিরোধিতা করছে, তারা আজও যৌক্তিকভাবে এর কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি।
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে বলেও মন্তব্য করেন রেজাউল করীম। তিনি বলেন, ‘আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই।’
সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনিয়ম, ভোট চুরি, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে কিছু দল এই পদ্ধতির বিরোধিতা করছে। কারণ তারা জানে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের অবৈধ আধিপত্য, দুর্নীতি ও অন্যায়ের সুযোগ বন্ধ হয়ে যাবে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com