স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ধারাবাহিকতা ধরে রেখে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চম জয় তুলে নিলো বাংলাদেশ। ফলে শিরোপা ধরে রাখার কাছে পৌঁছে গেছে পিটার বাটলারের দল।
শনিবার কিংস অ্যারেনা সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত ফিরতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন পূজা দাস। একবার করে জালের দেখা পান তৃষ্ণা রানী, কানন রানী ও অধিনায়ক আফঈদা খন্দকার। আগের দেখায় লঙ্কানদের ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের সাফ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শিরোপা প্রত্যাশী বাংলাদেশ। পাঁচ ম্যাচে তাদের অর্জন পূর্ণ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া নেপালের অবস্থান দুই নম্বরে। ভুটান ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। তলানিতে থাকা শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
আগামী সোমবার নেপালের বিপক্ষে একই ভেন্যুতে আসরে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে শিরোপা। ড্র করলেই পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতবে স্বাগতিকরা।
তবে নেপালের কাছে বাংলাদেশ হেরে গেলে দুই দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের হিসাব বিবেচনায় নেওয়া হবে। সেখানেও সমতা থাকলে গোল ব্যবধান হবে শিরোপার নির্ধারক। নেপাল গোল পার্থক্যে বেশ এগিয়ে। দিনের আগের ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তাদের (+২৬) চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা (+২০)।
২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বয়স ভিত্তিক এই প্রতিযোগিতাটি। খেলা হয়ে থাকে অনূর্ধ্ব-১৮ কিংবা অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২০ পর্যায়ে। আগের পাঁচটি আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।
২০১৮, ২০২১ ও ২০২৩ সালে এককভাবে এবং সবশেষে ২০২৪ সালে ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু ২০২২ সালের আসরে ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছিল দলটি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com