ঢাকা      মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

সব দাবি পূরণের আশ্বাস আসিফ নজরুলের

IMG
22 July 2025, 2:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটা দাবি পূরণ করবো। বিশ্বাস রাখেন।’ তবে আইন উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা বললেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান। ৫ নম্বর ভবনের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ৫ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করছেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে আসিফ নজরুল ও সি আর আবরার কলেজ পরিদর্শনে যান। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরেন। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।

দুই উপদেষ্টা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা হয়। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

দুপুর পৌনে একটার দিকে দুই উপদেষ্টা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন। এ সময় আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলেও জানান তিনি। আসিফ নজরুল বলেন, কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে। সরকার কন্ট্রোল রুম করবে। কন্ট্রোল রুম থেকে হতাহতদের তথ্য হালনাগাদ করে জানানো হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছে, তাদের পাশে দাঁড়াই। দোয়া করি।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন