ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে দর্শকদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আজ (২২ জুলাই) সময়সূচি বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। চলবে অতিরিক্ত তিনটি ট্রেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজকের ম্যাচ উপলক্ষে উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টার পরও তিনটি অতিরিক্ত ট্রেন চলবে। যথাক্রমে রাত ৯:১৫, ১০:০০ এবং ১০:১৫ মিনিটে এসব ট্রেন মতিঝিল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।
মতিঝিল থেকেও তিনটি ট্রেন ছেড়ে যাবে উত্তরা উত্তরের দিকে। নির্ধারিত সময় হলো রাত ৯:৫৫, ১০:৪০ এবং ১০:৫৫ মিনিট। যাত্রীদের সুবিধার জন্য সব স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ধিত সেবা শুধুমাত্র আজকের দিনের জন্য কার্যকর। সাধারণ দিনগুলোতে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যায় উত্তরা উত্তর থেকে এবং রাত ৯:৪০ মিনিটে মতিঝিল থেকে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com