স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করার ম্যাচে আগে ব্যাট করবে বাংলাদেশ। আজ বিকেলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান।
এর আগে, দুপুর দুইটার দিকে থেমে থেমে শুরু হওয়া বৃষ্টি তিনটার দিকেই থেমে যায়। তবে সন্ধ্যা নাগাদ আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষা মৌসুমের মিরপুরের উইকেটে ব্যাটিং করা বরাবরই কঠিন। সিরিজের প্রথম ম্যাচে যা ভালোই বুঝেছে পাকিস্তান। ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালে উইকেট আরও কঠিন হতে পারে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com