স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে হলে পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ ওভার শেষে ২ উইকেটে ১৩ রান।
এর আগে, মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আব্বাস আফ্রিদির করা ইনিংসের শেষ ওভারের প্রথম ও চতুর্থ বলে ছক্কা মেরেছেন জাকের আলী। দ্বিতীয় ছক্কায় ৫০ পেয়ে যান জাকের। এর মাঝে রান আউট হয়েছেন শরীফুল।
শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ৪৮ বলে ৫৫ রান করা জাকের। বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com