ঢাকা      শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

১৭৯ রানের টার্গেট তাড়া করছে বাংলাদেশ

IMG
24 July 2025, 8:24 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০ রান।

এর আগে, ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নেওয়াজকে ফেরানোর পর তৃতীয় বলে ফাহিম আশরাফকে সাজঘরে ফেরত পাঠান তাসকিন আহমেদ। ওই ওভারে মাত্র ৫ রান দিয়েছেন তাসকিন। ফলে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। এতে বাংলাদেশ পায় ১৭৯ রানের লক্ষ্য।

আজ বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সাহিবজাদা ফারহানের ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। তাসকিন নেন ৩ উইকেট।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন