ঢাকা      সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ফুটসালে বাংলাদেশের উন্নতি করতে চান কোচ সাঈদ খোদারাহমি

IMG
28 July 2025, 2:31 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফুটসালে প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে যাওয়া বাংলাদেশ খেলবে ইরানের গ্রুপে। এশিয়ার সবচেয়ে সফল ফুটসাল দল ইরান। এশিয়ান কাপের ১৩ বারের চ্যাম্পিয়ন। বাছাই পর্বের জন্য তৈরি হতে সেই ইরান থেকেই কোচ উড়িয়ে এনেছে বাংলাদেশ।

রোববার সেই ইরানি কোচ সাঈদ খোদারাহমিকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তাবিথ জানান, ফুটসাল নিয়ে পরিকল্পনার কথা। ছোট মাঠে স্বল্প সময়ের ফুটসাল খেলা এখন বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়।

ইরানে ফুটসালের জনপ্রিয়তা বোঝাতে কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমার শহরেই এক হাজার ফুটসাল স্টেডিয়াম। ইরানে প্রিমিয়ার লীগ থেকে শুরু করে অনূর্ধ্ব-১২ পর্যন্ত ফুটসাল প্রতিযোগিতা হয়।’ বাংলাদেশে এখনো ফুটসালের কোনো কাঠামোই নেই। তাই বাংলাদেশের ফুটসালের নতুন এই যাত্রাকে ‘জন্ম’ হিসেবে আখ্যায়িত করেছেন এই ইরানি কোচ।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটসালে শিশু। ইরান সেই হিসেবে বিশ্ববিদ্যালয়। আমার চেষ্টা থাকবে বাংলাদেশের ফুটসালে উন্নতি করা।’ এক যুগের বেশি সময় সাঈদ এএফসি’র ফুটসাল ইন্সট্রাকটর। মিয়ানমার জাতীয় নারী ও পুরুষ ফুটসাল দলের কোচ ছিলেন পাঁচ বছর।

বাংলাদেশের আঙ্গিকে বেশ হাই প্রোফাইল কোচই তিনি। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এজন্যই মূলত এসেছি। মিয়ানমারে যখন দায়িত্ব নিয়েছিলাম, একই অবস্থা ছিল। পাঁচ বছর পর তাদের অবস্থার উন্নতি হয়েছে। আমি চাই বাংলাদেশের মানুষও এক দিন সাঈদকে মনে রাখবে।’

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান ইরানি কোচ সাঈদকে বেছে নেয়ার কারণ সম্পর্কে বলেন, ‘মিয়ানমারের র‌্যাংকিং ছিল ১০৩। সেখানে তার কোচিংয়ে ৮০তে উঠে এসেছিল। ফুটসালে ২৩ র‌্যাংকিং অনেক। ফুটসালে ১৩৯ পর্যন্ত র‌্যাংকিং রয়েছে। আমরা আশা করছি দ্রুতই র‌্যাংকিং সিস্টেমে প্রবেশ করতে পারবো।’

ফিফা-এএফসি গাইডলাইনে বাফুফে ফুটসাল কমিটি রাখলেও সেভাবে কার্যক্রম দৃশ্যমান হয়নি। ২০০৮ সালে একটি ঘরোয়া লীগ ছাড়া কিছু করেনি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ নিয়োগের মাধ্যমে ফুটসালকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা সামনে ফুটসাল লীগ আয়োজন করবো। পুরুষদের পাশাপাশি নারী ফুটসাল দল ও লীগ হবে। বিশ্ব যেভাবে চলছে, আমাদেরও সেভাবে চলতে হবে।’

স্ট্যান্ডার্ড ফুটবলেই বাফুফের ভেন্যু সংকট। সেখানে ফুটসালে তো নিজস্ব কিছুই নেই। হ্যান্ডবল ও মিরপুরের ইনডোর স্টেডিয়ামই বাফুফের ভরসা। অবকাঠামো নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা নিজেরা এবং সরকার উভয়ে এক সঙ্গে কাজ করে এই বিষয়টি এগিয়ে নেবো।’

বাংলাদেশ পুরুষ ফুটবল দল কখনো এএফসি আসরে খেলেনি। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট সামনে রেখেই মূলত তিন মাসের জন্য ইরানী কোচ এনেছে বাফুফে।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান এই টুর্নামেন্টের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে বলেন, ‘বাস্তবিক অর্থে আমরা ডেথ গ্রুপে পড়েছি। ইরান অত্যন্ত শক্তিশালী। এরপরও আমরা চেষ্টা করবো। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই চাই গ্রুপের অন্য দু’টি ম্যাচ জিততে। আমাদের কোচ এসেছে তিনি ৫৩ জন খেলোয়াড়কে দুই ভাগে দেখবেন। কোচিং স্টাফ ও অন্য চাহিদার বিষয়গুলো তিনি জানালে আমরা সেগুলো পূরণের চেষ্টা করবো।’

সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড হবে ১৪ জনের। দু'জন গোলরক্ষক ও ১২ জন আউট ফিল্ড ফুটবলার। এর আগে ১৯ আগস্টের মধ্যে বাফুফেকে ২৪ জন ফুটবলারকে এএফসিতে নিবন্ধন করতে হবে। সেই ২৪ জন নির্ধারণ হবে আরেক দফা ট্রায়ালের মাধ্যমে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন