ঢাকা      বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

টোল প্লাজায় ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

IMG
29 July 2025, 12:09 PM

নাটোর, বাংলাদেশ গ্লোবাল: নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আবু সাঈদ নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক।

আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। গুরুতর আহত ট্রাক চালক একই এলাকার টিটু ড্রাইভারের ছেলে নাসিম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাকের হেলপার আবু সাঈদ নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন। পাশে বসে ছিলেন ড্রাইভার। কাছিকাটা টোল প্লাজার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুত গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন পাশে থাকা চালক নাসিম হোসেন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন