ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়াহু দ্বীপের বিস্তৃত অংশ, যার মধ্যে হাওয়াইয়ের রাজধানী হনোলুলুও রয়েছে, তাৎক্ষণিকভাবে খালি করার নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ের কর্মকর্তারা। হনোলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে লিখেছেন, “এখনই সরে যান! ধ্বংসাত্মক সুনামি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে।”
সতর্কতা জারির পর থেকে হাওয়াইয়ের ওয়াহুতে ওয়াইকিকি সমুদ্র সৈকত ছেড়ে আসছেন মানুষ। জানা গেছে, হাওয়াইতে সুনামি আঘাত হানতে এখনও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com