ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর খিলক্ষেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর প্রশিক্ষণের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশিক্ষণের নামে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া গিয়াস উদ্দিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের প্রচার সেলের অন্যতম এডমিন।
গ্রেফতার বাকিরা হলেন: ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন, রাজধানীর শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার, ঝালকাঠির কাঁঠালিয়ার আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন ফরাজী, ভোলার চরফ্যাশন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু, উত্তরখান থানা আওয়ামী লীগের কার্যপরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মইনুল হোসেন সুমন, উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, বনানীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি বাদশা খান, বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান, ঢাকা দক্ষিণ মহানগরী আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ শিকদার, ছাত্রলীগের উত্তরা পূর্ব থানার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, ঢাকা জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ, শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান এবং খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল মামুন সরকার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com