ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন: ঢাকার কদমতলী থানার ৫৮, ৫৯ ও ৬০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬), গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন বিদ্যুৎ (৪৮), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭নং পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার বদি (৪০), ব্লগার ও এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫), কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩), ঢাকার ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহ-সভাপতি মোঃ মতলব মুন্সী (৫৫), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪নং সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন সরকার (৫৮), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো: আইয়ুব আলী তরফদার (৪৭), ঢাকার বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান টিটু (৪৮), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন অপু (৫৯) এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম (৩৮)।
ডিবি সূত্রে জানা যায়, কদমতলী থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাহ মুহাম্মদ সবুর হোসেন বিদ্যুৎ ও শাহ বিপুল খন্দকার বদিকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com