ঢাকা      মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

যুক্তরাষ্ট্রে একসঙ্গে শাকিব ও বুবলী

IMG
04 August 2025, 10:24 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেছেন বুবলী। এতে নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একান্ত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে।

এসব ছবিতে দেখা যায়, সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন শাকিব, এক সময় ধরে রেখেছেন ছেলে শেহজাদ খান বীরের হাত, আরেক সময় বুবলীর হাত। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন- ‘যুক্তরাষ্ট্রের জীবন।’

দুই বছর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শাকিব খানকে। সে সময়ও শাকিবের পারিবারিক মুহূর্ত ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে।

ব্যক্তি জীবনে শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। তবে ২০১৭ সালে সেই সংসার ভেঙে যায়। পরে ২০১৮ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। তাদের ঘর আলো করে আসে আরেক পুত্র শেহজাদ খান বীর।

তবে বুবলীর সঙ্গেও শাকিবের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে শাকিব খান একাকী থাকলেও দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করছেন বলে জানা গেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন