ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মত সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com