ঢাকা      বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

উত্তরাখণ্ডের পর হিমাচলেও হড়পা বান, ভেসে গেল সেতু!

IMG
07 August 2025, 2:38 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের উত্তরকাশীতে মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে প্রলয়-রূপ ধারণ করে পাহাড়ি নদী ক্ষীরগঙ্গা। হড়পা বানে কার্যত ভেসে যায় ধারালি নামের একটি গ্রাম। কাছেই হর্ষিল সেনা ছাউনির ১১ জন সেনা সদস্য নিখোঁজ হন। বুধবার একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হিমাচল প্রদেশের কিন্নরে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যায় টাংলিং নালার উপরের অস্থায়ী দু'টি সেতু। আটকা পড়েন বহু পর্যটক। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জিপলাইনে উদ্ধার করা হয় ৪১৩ জন পর্যটককে। সকলেই তীর্থযাত্রী বলে জানা গেছে।

কিন্নরে হড়পা বানের খবর পাওয়া মাত্র প্রশাসনের নির্দেশে উদ্ধার কাজে নামে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। রীতিমতো পর্বতারোহণের দক্ষতায় ৪১৩ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়।

এদিকে, উত্তরকাশীর বিপর্যস্ত ধারালি গ্রাম থেকে বুধবার ১৩০ জন পর্যটককে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের খাবার এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

দুর্যোগের পর একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, পানির তোড়ে বাড়ি, হোমস্টে, দোকান ভেসে গেছে। ধারালির একটা গ্রামের প্রায় অর্ধেক পানির নিচে। উদ্ধারকারীদের আশঙ্কা, এখনও বহু মানুষ আটকা রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ। এমনকি হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ড করতে পারছে না। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও তা টানা বৃষ্টির জন্য বাধা পাচ্ছে। এর মধ্যেই হরিদ্বার, নৈনিতাল ও উধম সিং নগরে অতিবৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য অঞ্চলগুলিতে রয়েছে কমলা সতর্কতা।

দেরাদুনের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোরা বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ। উত্তরাখণ্ড জুড়ে অন্তত ১৬৩টি রাস্তা বন্ধ। তার মধ্যে আছে পাঁচটি জাতীয় সড়ক ও সাতটি রাজ্য সড়ক। রাজধানী দেরাদুন থেকে ১৪০ কিলোমিটার দূরের দু'টি সীমান্তবর্তী সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গমস্থানে উদ্ধার কাজ চালাতে আরও সমস্যা হচ্ছে।

এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে ৩৫ সদস্যের তিনটি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো রয়েছে। আরও দু'টি দলকে দ্রুত উদ্ধারে পাঠানো হবে।

রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীর পানি বিপদসীমার কাছে রয়েছে। এ কারণে কেদারনাথ তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন