ঢাকা      মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

সুখবর দিয়ে নেতাকর্মীদের বিশেষ বার্তা আখতার হোসেনের

IMG
11 August 2025, 1:05 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সুখবর দিয়ে নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (১০ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।’

তিনি আরও লিখেছেন, ‘তাই সারাদেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেয়ার আহ্বান রইলো।’

এদিকে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যেসব দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে, তাদের নিবন্ধন দেবে কমিশন।

নির্বাচন কমিশন বলছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন