ঢাকা      মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

তুহিন হত্যার ময়নাতদন্ত, ধারালো অস্ত্রের ৯ আঘাত

IMG
11 August 2025, 4:45 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্তে নয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আজ সোমবার হাসপাতালটির ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএনএম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে নয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও গুরুতর ও গভীর ছিল।' গত ৯ আগস্ট এ প্রতিবেদন তৈরি করা হয় বলে জানান তিনি।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন