ঢাকা      শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদির মুকুটে আরও এক পালক

IMG
15 August 2025, 4:31 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একের পর এক রেকর্ড গড়ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে টানা দ্বাদশবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লার মঞ্চ থেকে ভাষণ দিলেন তিনি। স্পর্শ করলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড। আপাতত সেদেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরেই অবস্থান করছেন নরেন্দ্র মোদি। নেহেরু পরপর ১৭টি স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছিলেন।

ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এবং তারপর ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে তাঁর হত্যার আগ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। ১৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট ১৬ বার ভাষণ দেন, যার মধ্যে ১১টি একটানা।

ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী (১৯৪৭-৬৩) জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে টানা ১৭ বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ১৯৬৪ এবং ১৯৬৫ সালে দু'টি স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেন।

জরুরি অবস্থার পর মোরারজি দেশাই লালকেল্লায় দু'বার প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেন। ১৯৭৯ সালে চৌধুরী চরণ সিং মাত্র একবার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন।

ইন্দিরা গান্ধীর হত্যার পর তার বড় ছেলে রাজীব গান্ধী লালকেল্লা থেকে পাঁচবার প্রধানমন্ত্রীর ভাষণের সম্মান প্রদর্শন করেছিলেন।

ভিপি সিং ১৯৯০ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মাত্র একবার।

পিভি নরসিংহ রাও টানা চার বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন (১৯৯১ থেকে ১৯৯৫)।

এইচডি দেবগৌড়া এবং ইন্দর কুমার গুজরাল যথাক্রমে ১৯৯৬ এবং ১৯৯৭ সালে একবার করে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন।

১৯৯৮ সালের মার্চ থেকে ২০০৪ সালের মে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী ছয়বার স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিয়েছিলেন।

ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত টানা ১০ বছর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।

গত বছর নরেন্দ্র মোদি লালকেল্লার প্রাকার থেকে টানা ১১বার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভেঙেছিলেন তাঁর পূর্বসূরী ড. মনমোহন সিংয়ের রেকর্ড। তিনি গত বছর স্বাধীনতা দিবসে সবচেয়ে দীর্ঘতম ভাষণ দিয়েছিলেন, যার সময় ছিল ৯৮ মিনিট।

১৫ আগস্ট নরেন্দ্র মোদির ভাষণে সর্বদাই দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং তাঁর সময়ে দেশের উন্নতি ও বৃদ্ধির উপর আলোকপাত করা হয় এবং তিনি প্রায়শই নীতিগত উদ্যোগ বা নতুন পরিকল্পনার ঘোষণা করে থাকেন।

২০২৪ সালের ১৫ আগস্ট মোদি তার ভাষণে, বর্তমান কাঠামোর পরিবর্তে "ধর্মনিরপেক্ষ" নাগরিক আইনের পক্ষে সওয়াল করেছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন