রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল:সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম ইফতেখারুল ইসলাম ফামিন। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর কাঁচাবাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফামিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিনোদপুরের কাঁচাবাজার এলাকার সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অটো রিকশা ইউটার্ন নিতে গেলে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটর সাইকেলের পেছনের আরোহী ইফতেখারুল ইসলাম ফামিন ছিটকে পড়লে মাথায় আঘাত পান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুফিয়ান সিফাত সাংবাদিকদের বলেন, ‘রাস্তা ফাঁকা ছিল। মোটর সাইকেলে ছিলেন চালক ও ইফতেখারুল। আশেপাশে যেহেতু কোনো স্পিড ব্রেকার ছিল না, তাই মোটর সাইকেলের গতি স্বাভাবিক ছিল। কাঁচাবাজারের সামনে হঠাৎ একটি অটো রিকশা ইউটার্ন নিতে গেলে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। রিকশাটি হঠাৎ সামনে চলে আসায় ব্রেক করার সুযোগ হয়নি। এতে মোটর সাইকেলের পেছনে থাকা ইফতেখারুল রিকশার ওপর দিয়ে ১০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাত পেয়ে তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। মোটর সাইকেল চালক ও রিকশাওয়ালার তেমন কিছু হয়নি। রিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয়েছে। ইফতেখারুল ১০ থেকে ১৫ মিনিট ঘটনাস্থলেই পড়ে ছিলেন।’
শফিকুল ইসলাম নামের এক অটো রিকশা চালক বলেন, ‘সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। উল্টোদিকে ইউটার্ন নিতে গিয়েই এ ঘটনা ঘটে। মাথায় আঘাত পেয়ে ইফতেখারুলের নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com