কাঠমান্ডু, বাংলাদেশ গ্লোবাল: ফুটবল উন্মাদনায় কাঁপার অপেক্ষায় নেপালের দশরথ স্টেডিয়াম। নেপালের বিপক্ষে দু'টি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, হংকংয়ের বিপক্ষে আগামী ৯ ও ১৪ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য লাল-সবুজের দলের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ধাপ।
ইতিমধ্যে ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। মাঠের নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে নেপালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ দুপুর থেকে টিকিট কাউন্টারে ভিড় করতে শুরু করেছেন নেপালী দর্শকরা। বাংলাদেশের খেলা দেখতে দশরথ স্টেডিয়ামে এসেছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশীও। লাল-সবুজের দলের জয় দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com