ঢাকা      মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাপানের কাছে হেরে এশিয়া কাপ হকিতে ষষ্ঠ বাংলাদেশ

IMG
08 September 2025, 9:54 AM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপের পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশকে ৬-১ গোলে হারায় জাপান। লাল-সবুজের দলের হয়ে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ২৯, আর জাপান ১৮। ম্যাচ শুরুর প্রথম ৮ মিনিটে তিনবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। উল্টো নবম মিনিটে গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন শিনোহারা রোসুকে।

‎দ্বিতীয় কোয়ার্টারে জাপানকে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। তবে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ৪ গোল হজম করে তারা। ৩৫ থেকে ৩৮- এই তিন মিনিটের মধ্যে দু'টি গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ ১ গোল শোধ করলেও পরে আরও ২ গোল হজম করে।

এশিয়া কাপ হকির গত আসরেও ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবারও সেই ষষ্ঠ হয়েই দেশে ফিরছে তারা। তবে ষষ্ঠ হয়েও সরাসরি বিশ্বকাপ বাছাই খেলা হচ্ছে না বাংলাদেশের।

এবার টুর্নামেন্ট থেকে পাকিস্তান তাদের নাম সরিয়ে নেয়ায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে-অফ।

জাপানের কাছে হেরে প্রতিযোগিতায় ষষ্ঠ হওয়ায় পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই ৩ ম্যাচের সিরিজ জিতলেই বিশ্বকাপ বাছাইয়ের টিকিট পাবে বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন