ঢাকা      বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকোর্নু

IMG
10 September 2025, 10:55 AM

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুকে নিযুক্ত করেছেন। ফ্রাঁসোয়া বাইরোর নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এই নিয়োগ দেওয়া হয়েছে। লেকোর্নু, যিনি ম্যাক্রোঁর একজন দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর, এখন অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সামলানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি।

ফ্রাঁসোয়া বাইরো মাত্র নয় মাস ক্ষমতায় ছিলেন এবং তাঁর ২ বিলিয়ন ইউরোর ব্যয় কমানোর বাজেট পরিকল্পনা পার্লামেন্টে সমর্থন পায়নি। এর ফলে তার সরকার অনাস্থা ভোটে হেরে যায়। এই রাজনৈতিক সংকটের মধ্যে, লেকোর্নু ফ্রান্সের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন।

৩৯ বছর বয়সী লেকোর্নু এর আগে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ফ্রান্সের সামরিক শক্তি বৃদ্ধির একটি বড় পরিকল্পনার স্থপতি ছিলেন। লেকোর্নুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দেশের বাজেট পরিকল্পনায় একটি ঐকমত্যে পৌঁছানো। ম্যাক্রোঁ তাকে এই কাজ সম্পন্ন করার পরই মন্ত্রিসভা গঠনের নির্দেশ দিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন