নেপালে চলমান বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় তার স্ত্রী, রাজ্যলক্ষ্মী চিত্রকর, অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে অবস্থিত ঝালনাথ খানালের বাড়িতে হামলা চালালে তারা আগুন ধরিয়ে দেয়। এ সময় খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মীসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য বাড়ির ভেতরে ছিলেন। অন্যরা কোনোভাবে বেরিয়ে আসতে পারলেও, রাজ্যলক্ষ্মী চিত্রকরের পক্ষে সম্ভব হয়নি।
পারিবারিক সূত্র অনুসারে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় তার ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com