ঢাকা      বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা

IMG
10 September 2025, 3:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : জুডিশিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) বার্ষিক প্রতিবেদন-২০২৪ রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

আপিল বিভাগের বিচারক এবং কমিশনের চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্যের জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি প্রতিনিধিদল বিকেলে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

প্রতিনিধি দলে ছিলেন হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি ফাতেমা নাজিব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছুর রহমান, অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আইন সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিক, ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিউল ইসলাম, জেএসসি সচিব ও জেলা জজ এ জে এম আল মাসুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা জজ আশিকুজ্জামান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন