ঢাকা      বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

IMG
11 September 2025, 10:57 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ গ্লোবাল : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সকাল ৯টায় শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলের ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ৬৭ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন এবং একই সংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে রয়েছেন। ভোট গণনা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দেড় হাজার পুলিশ সদস্য, সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পাঁচ প্লাটুন আনসার সদস্য।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন রয়েছে।

এদিকে, এবারই প্রথম ভোট দিতে পারছেন এমন অনেক শিক্ষার্থীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা ভয় বা চাপমুক্ত পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন