স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটার মধ্যে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করা কথা ছিল জামাল ভূঁইয়াদের।
কিন্তু কাঠমান্ডুতে ভারী বৃষ্টিপাত হওয়ায় ঢাকার পথে ফিরতে দেরি হয় বাংলাদেশ ফুটবল দলের। শেষ পর্যন্ত বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছায় বিশেষ বিমানটি। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com