ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

IMG
13 September 2025, 11:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন তিনি। ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। কার্কী নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন গতকাল শুক্রবার।

নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কার্কীকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’’

এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছিল। শপথের পরে কার্কীকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘‘ঘনিষ্ঠ প্রতিবেশী, গণতন্ত্রের সহযোগী এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশীদার হিসাবে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে।’’

কার্কী ছিলেন নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। প্রবল গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার নেপালে সরকার পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কেপি শর্মা ওলি। সাময়িকভাবে তারপর নেপালের ক্ষমতা গিয়েছিল সেনাবাহিনীর হাতে। দেশের বিক্ষোভরত তরুণ প্রজন্ম প্রাথমিকভাবে কার্কীকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিল।

কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য কার্কীর কাছে প্রস্তাব পাঠানো হলে তিনি এই প্রস্তাবের পক্ষে অন্তত এক হাজার লিখিত স্বাক্ষর দাবি করেন। স্বাক্ষর উঠেছিল আড়াই হাজারেরও বেশি। তবে আন্দোলনকারী ছাত্র-যুবদের একাংশের তরফে প্রধানমন্ত্রী হিসাবে তোলা হচ্ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিঙের নামও।

কেউ কেউ আবার কাঠমান্ডুর মেয়র তথা র‌্যাপার বলেন্দ্র শাহের কথা বলেছিলেন। ফলে কার্কীর শপথ গ্রহণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। পরে অবশ্য সে সব জটিলতা কেটে যায়। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ৭২ বছরের কার্কীকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

কার্কী ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। নেপালে ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ছয় মাসের জন্য দেশের সরকার চালাবেন বিএইচইউ-এর এই প্রাক্তনী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন