ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রাধাকৃষ্ণন

IMG
13 September 2025, 11:45 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের রাষ্ট্রপতি ভবনে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে শপথ নিলেন চন্দ্রপূরম পুন্নুস্বামী রাধাকৃষ্ণন। তিনি দেশটির ১৫ তম উপরাষ্ট্রপতি। প্রথা মেনে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তবে এদিন রাষ্ট্রপতি ভবনের ‘গণতন্ত্র মণ্ডপে’ (আগে যার নাম ছিল দরবার হল) ঘটলো বেনজির ঘটনা। সকাল ১০ টায় শপথ গ্রহণ অনুষ্ঠান থাকলেও তা শুরু হয় ছয় মিনিট দেরিতে। ঘড়ির কাঁটায় তখন ১০ টা বেজে তিন মিনিট। সবাই উঠে দাঁড়ান। সংসদ টিভিতে চলছিল ‘লাইভ’। সেখানে ঘোষিকা ঘোষণাও করলেন রাষ্ট্রপতি আসছেন। তাই সবাই উঠে দাঁড়িয়েছেন। কিন্তু আদতে দেখা গেল, আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শপথ অনুষ্ঠানে বিজেপি বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও তেমন গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বসতে দেওয়া হয় দ্বিতীয় সারিতে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের জায়গা হয় পিছনের দিকে পঞ্চম সারিতে। তবে সরকারের শরিক অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জায়গা একেবারে প্রথম সারিতে।

নরেন্দ্র মোদি বসার পর ১০ টা বেজে ছয় মিনিটে আসেন দ্রৌপদী মুর্মু। জনগণমন বেজে ওঠার পর ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন নতুন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন।

আরএসএসের ভাবধারায় বেড়ে ওঠা তামিলনাড়ুর এই ব্যক্তিত্ব ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। শুক্রবার থেকে নতুন পরিচয় ভারতের উপরাষ্ট্রপতি। দ্বিতীয় সর্বোাচ্চ সাংবিধানিক পদ। শপথ নিয়ে নিজের সিঁদুর রঙা হাফহাতা পাঞ্জাবির ডান পকেট থেকে বের করার চেষ্টা করলেন কলম। সই করতে হবে রাষ্ট্রপতি ভবনের খাতায়।

কিন্তু রাষ্ট্রপতির সচিব তাঁকে ইশারা করলেন, নিজের কলম নয়। খাতার পাশে রাখা নির্দিষ্ট পেন দিয়েই সই করতে হয়। সেটিই করলেন রাধাকৃষ্ণন।

শপথের পর পানি পানের ব্যবস্থা। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন স্বস্ত্রীক সাবোক উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড়। ইস্তফা দেওয়ার ২১ দিন পর প্রকাশ্যে এলেন তিনি। তাই তাঁকে নিয়ে এদিন আগ্রহ ছিলই। ছিল গুঞ্জনও।

যদিও কেউই তাঁর কাছে জানতে চাননি, ঠিক কী কারণে গত ২১ জুলাই আচমকা ইস্তফা দিলেন? প্রাক্তন আরও দুই উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং হামিদ আনসারি ছিলেন দর্শকাসনের প্রথম সারিতে। উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও এদিন গ্রহণ করলেন রাধাকৃষ্ণন। সংসদ ভবনে গিয়ে বুঝে নেন দায়িত্বভার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন