ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাকসুর ফল প্রকাশ সন্ধ্যায়: প্রধান নির্বাচন কমিশনার (ভিডিও)

IMG
13 September 2025, 4:06 PM

শরীফুল ইসলাম, সাভার: দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ফলাফল আজ সন্ধ্যা সাতটা নাগাদ প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। গত ১১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১ টি হলে ২৪ টি বুথে ভোট গ্রহণের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন শেষ হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১ টি ছাত্র হল ছিল।

বর্তমান তালিকা অনুযায়ী, ভোটার রয়েছেন ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে প্রায় ৮ হাজার ভোটার ভোট প্রদান করেছেন বলে নির্বাচন কমিশন সূত্র জানায়। ১১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।

বিভিন্ন প্রার্থী ও শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণেই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ। এতে বিজয়ীদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাবে।

এদিকে, ক্যাম্পাসে দুই হাজার পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার, বিজিবি ও এপিবিএন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন