স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দলের মনোবল বাড়াতে এবং আসন্ন ম্যাচগুলোতে শুভ কামনা জানাতে ক্রীড়া উপদেষ্টা আজ হোটেলে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন। এ সময় তিনি অনুশীলন, ম্যাচ পরিকল্পনা ও দলের সামগ্রিক পরিবেশ নিয়ে খোঁজ-খবর নেন।
সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, কনসাল জেনারেল মো. রশেদুজ্জামান, জাতীয় দলের ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ক্রিকেটাররা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আড্ডায় নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com