ঢাকা      বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

কলম্বোতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের কঠোর অনুশীলন

IMG
16 September 2025, 11:32 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল সোমবার ক্যালানিয়া ফুটবল কমপ্লেক্সে কঠোর অনুশীলন করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর হোটেলে ফিরে ফুটবলাররা টিম হোটেলে সুইমিং সেশনে অংশগ্রহণ করেন। গতকাল বাংলাদেশের গ্রুপের অপর দুই দল নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি মাঠে বসে দেখেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট।

এ সময় প্রতিপক্ষ দুই দলের খেলা ও কৌশল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। দলের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন বাংলাদেশের সহকারী প্রশিক্ষক জাহাঙ্গীর আলম মিন্টু ও ফুটবলার কামাল মির্ধা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন