ঢাকা      বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

চাকসু: ছাত্রদলের আবেদনে বাড়লো মনোনয়ন গ্রহণ-জমার সময়

IMG
17 September 2025, 2:31 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দু'দিন সময় বৃদ্ধির আবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এর পরিপ্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়, আসন্ন চাকসু নির্বাচনে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। বিগত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছেন এবং বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।

এসব কারণে নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দু'দিন বাড়ানোর আবেদন করা হয়।

এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, 'স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে আছেন বা বাড়িতে চলে গেছেন। তাই আমরা সময় বাড়ানোর আবেদন করেছি।'

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন সাংবাদিকদের জানান, কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, 'আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।'

গত ১৪ সেপ্টেম্বর থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য মোট এক হাজার ৮৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে জমা পড়েছে মাত্র ১৯টি মনোনয়নপত্র।

এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৬টি পদে ভোট অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল, একটি হোস্টেল ও ৫৪টি বিভাগের মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে সপ্তম চাকসু নির্বাচন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন