নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘের বার্ষিক র্যাংকিংয়ে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশগুলোর শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে চীন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় গত বছরের একাদশ স্থান থেকে এক ধাপ এগিয়ে দশম অবস্থানে উঠে এসেছে দেশটি। বেইজিংয়ের প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করায় এ সাফল্য এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দেশটি।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা জানিয়েছে, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে চীন এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। গবেষণা ও উন্নয়ন, হাইটেক রপ্তানি এবং উদ্ভাবনী আউটপুটের দিক থেকে চীনের অবস্থান অনেক শক্তিশালী। বিশেষ করে টানা তৃতীয় বছরের মতো চীন সর্বাধিক সংখ্যক (২৪টি) শীর্ষ বৈজ্ঞানিক ও প্রযুক্তি উদ্ভাবনী ক্লাস্টারের স্বাগতিক দেশ হয়েছে।
তবে ২০১১ সাল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। এর পরেই আছে সুইডেন ও যুক্তরাষ্ট্র। ১৩৯টি অর্থনীতির মধ্যে ৭৮টি সূচকের ভিত্তিতে করা গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই)-এ এবার দশম স্থানে রয়েছে চীন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com