ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল মঙ্গলবার বেইজিংয়ে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী সান চ্যানথলের সঙ্গে বৈঠক করেছেন। ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত সমঝোতার ভিত্তিতে চীন কম্বোডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
ওয়াং ই দুই দেশকে বিভিন্ন খাতে সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন দ্রুত করার আহবান জানান। বিশেষ করে শিল্প উন্নয়ন করিডোর এবং মাছ ও ধান করিডোর পরিকল্পনার সুফল কাজে লাগিয়ে দৃশ্যমান অগ্রগতিতে উৎসাহিত করেন তিনি।
চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সান চ্যানথল বলেন, কম্বোডিয়া চীনের সঙ্গে উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। দুই নেতা কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাত নিয়েও মতবিনিময় করেন। ওয়াং ই আশা প্রকাশ করেন, কম্বোডিয়া ও থাইল্যান্ড দ্রুত পুনর্মিলনের পথে এগোবে এবং চীন এতে সহযোগিতা দিতে প্রস্তুত।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com