ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গাজায় চলমান হামলার প্রেক্ষিতে ইসরাইল রাষ্ট্র ও চরম ডানপন্থি ইসরাইলি মন্ত্রীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস৷ তিনি বলেন, ‘‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের লক্ষ্য ইসরাইলকে শাস্তি দেওয়া নয়৷ আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি৷ এই যুদ্ধ শেষ হতেই হবে, এতো কষ্টের শেষ হতেই হবে, সকল বন্দিকে মুক্ত করা হোক৷’’
ইইউ এমন প্রস্তাব দিলেও এই প্রস্তাবে ২৭টি সদস্য রাষ্ট্র সহমত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে৷ অন্যদিকে, ইসরাইলকে যুদ্ধ থামাতে যথেষ্ট চাপ দিচ্ছে না ইইউ, এমন সমালোচনাও রয়েছে৷ জার্মানির এক মুখপাত্র বলেন, জার্মান কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলেও এখনো ‘চূড়ান্ত সিদ্ধান্তে’ পৌঁছায়নি৷
গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন ঘোষণা দেন যে, ইসরাইলকে অর্থ দেওয়া বন্ধ করবেন তারা৷ মঙ্গলবার ইইউ’র এমন ঘোষণার উত্তরে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিডিয়ন সার বলেন, এমন পদক্ষেপ ’অসমানুপাতিক’ ও ’অভূতপূর্ব’৷
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com